১১৭
আহত-নিহত নক্ষত্র!
——————–
আমি একজন
আহমদ ছফার মতো প্রবীণ বটবৃক্ষ
পেলাম না যার আস্রয়- প্রস্রয়
নেক নজর
অথবা
কতিপয় সবকাদি’ দিয়ে
ক্রিয়েটিভির
মা- বাপ
কিংবা
ইন্টেলেকচুয়ালিটির ডিউন-টু’র
জামানায় ফাইট করবো!
যা হাল আমলে করছেন
ড: সলিমুল্লাহ খান,
জাকির তালুকদার।
আরও
বাইয়াত গ্রহন করেছিলেন
হুমায়ূন আহমেদ
আনিস সাবেত
রফিক কাইসার
জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক
সিলসিলায়!
তো,
ব্রাত্য রাইসু
সাজ্জাদ শরীফ
জাফর আহমেদ রাশেদ
শামীম রেজা
মাহবুব আজিজ
এরা সব একই দরবারের
আশেকান জাকেরান
মুরিদ ভাই সাহেবেরা
যারা এই বাংলায় রক্তের উপর দাঁড়িয়ে
বাংলা সাহিত্যে শাসন করছেন।
স্টীল!
শুন্য দশকের একঝাঁক কবি বা কথা সাহিত্যিকদের নিয়ে অন্য লেখায়
বিস্তারিত আলাপ হবে।
প্রসঙ্গে আসি
আমার মতো দলছুটদের ভোর ও সন্ধ্যার বেদনাগুলো।
ওয়ান- ইলেভেনের পিরিয়ড শেষে
ফরমার পি.এম শেখ হাসিনা মাত্র তখ্তে!
এই খুনের শহরে ঢাকায়,
সালমান তারেক শাকিল।
এমন একজন বন্ধু -ইমিডিয়েট বি-ব্রো- মেন্টর পেলাম মৃত্যুর করতালি পর্যন্ত প্রাউড ফিল করবো।
যার সাথে এক বিছানায় থাকতে চলতে ফিরতে পেলাম জোনায়েদ সাকি
Sir
ও
ফিরোজ আহমেদ ভাইদের
মানে গণসংহতি আন্দোলনের প্রাইমারী লেভেলে।
ভার্সিটি কোচিং বাদ দিয়ে
“তেল-গ্যাস -জাতীয় কমিটির আন্দোলনে!!”
( চান্স পেলাম না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে!)
কিন্তু একজন আরজ আলী মাতুব্বর কে ফলো করতে গিয়ে ড্রপ আউট!
ছাত্র ফেডারেশনের
সৈকত মল্লিক
বা
প্রয়াত আরিফুল ইসলাম
স্টুডেন্ট কনসালটেন্সি করতে পারলে
আমাদের কয়েকজনের ক্যারিয়ার
ডিফরেন্ট হইতো।
তবে ফিরোজ ভাই
ও মোরশেদ ভাই
একাডেমিক
স্টাডিতে ফোকাস করতে বলতেন।
ততদিনে সমকাল সুরিদ সমাবেশে ফিচার ছোট গল্প লিখছি।
কবি সৈকত হাবিবকে
মাত্র একমাস পেলাম।
” কি খবর বালকেরা..”
বলে হাক ছাড়তেন..
তারপরই
সিরাজুল ইসলাম আবেদ।
স্বুরীদের পাতায় লেখার চাইতে
আমাকে টানতো
কবি নাসির আহমেদ
ও
কবি মাহবুব আজিজ।
মাহবুব ভাই সমকালের ফিচার এডিটর।
সাথে সাথে কালের খেয়াও।
ঠিক সন্ধ্যা আগে” র চার বছরের কথা।
মাহবুব ভাই কোনদিনও
পাত্তা দেননি কন্টিবিউটরদের।
যতোটা নয়ন ভাই দিলেন।
মাত্র তিন টা সপ্তাহ
কাজ করতে পারলাম।
একগুচ্ছ নখত্র
মেহেদী রাসেল
আহমাদ শামীম,
সঞ্জয় ঘোষ
ও
আমি
রাজু আহমেদ বনি।
নয়ন ভাই তখনও
আলতাফ শাহনেওয়াজ
হন নাই!
র্নিলিপ্ত নয়নই আছেন!
ফাস্ট এসাইনমেন্ট ফরমার ইউজিসি
চেয়ারম্যান নজরুল ইসলামের
জামিলুর রেজা চৌধুরী
ও
সৈয়দ আবুল মকসুদ।
সব এক একটা বাঘা মাল…
কসম,
টু বি কন্টিনিউড…
#আখেরী_মকতুবাত -২০২৪