২৫৯
একা হওয়ার পর বুঝলামএকাই ছিলামতোমার দূরে এসে দেখলামআসমান বা বাতাস, একাই।খালি নিজেরে বলে যায়নিজেরেই যায় বিলিয়েএকা, ভয়ে কখনো ইতঃস্ততকখনো মৃত পড়ে থাকে একাই।বলো না,নিজের এমন আকাশ আমি কাকে দেখাই।কার কাছে গিয়ে বলি বাতাসের গায়লেগে আছে একা, একাই।
আট সেপ্টেম্বর।। 2*24
সালমান তারেক শাকিল
শহীদ মিনার থেকে মগবাজার, ঢাকা।