৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

এনইসি সভায় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ১০ মন্ত্রণালয়

কর্তৃক twWNECIm

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ১ লাখ কোটি টাকা। একইসঙ্গে আগামী অর্থবছরের জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০টি মন্ত্রণালয়কে।

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেসব মন্ত্রণালয় পেয়েছে সর্বোচ্চ বরাদ্দ

এনইসি সভায় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ১০টি মন্ত্রণালয়। সেগুলো হচ্ছে —

১. স্থানীয় সরকার বিভাগ : প্রায় ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাা টাকা (মোট বরাদ্দের ১৫ দশমিক ০০ শতাংশ)।

২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ : প্রায় ৩২ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা (মোট বরাদ্দের ১২ দশিমক ৩৯ শতাংশ)।

৩. বিদ্যুৎ বিভাগ : প্রায় ২৯ হাজার ১৭৬ কোটি ৭০ লাখ টাকা (মোট বরাদ্দের ১১ দশমিক ২৮ শতাংশ)।

৪. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : প্রায় ১৬ হাজার ১৩৫ কোটি ৫২ লাখ টাকা (মোট বরাদ্দের ৬ দশিমক ২৪ শতাংশ)।

৫. স্বাস্থ্য সেবা বিভাগ : প্রায় ১৩ হাজার ৭৪১ কোটি ৩৩ লাখ টাকা (মোট বরাদ্দের ৫ দশমিক ৩১ শতাংশ)।

৬. রেলপথ মন্ত্রণালয় : প্রায় ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা (মোট বরাদ্দের ৫ দশিমক ৩১ শতাংশ)।

৭. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় : প্রায় ১২ হাজার ৮৮৬ কোটি ৭০ লাখ টাকা (মোট বরাদ্দের ৪ দশমিক ৯৮ শতাংশ)।

৮. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ : প্রায় ১১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা (মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ)।

৯. নৌ-পরিবহন মন্ত্রণালয় : প্রায় ১০ হাজার ৩৭৩ কোটি ৪৫ লাখ টাকা (৪.০১ শতাংশ)।

১০. পানি সম্পদ মন্ত্রণালয় : প্রায় ৮ হাজার ৬৮৭ কোটি ৯ লাখ টাকা (মোট বরাদ্দের ৩ দশমিক ৩৬ শতাংশ)।

সবমিলিয়ে এই ১০টি মন্ত্রণালয়ে সর্বমোট বরাদ্দ প্রায় ১ লাখ ৮৬ হাজার ৯৬৫ কোটি ৪৩ লাখ টাকা বা মন্ত্রণালয়ভিত্তিক মোট বরাদ্দের প্রায় ৭১ দশমিক ৮৮ শতাংশ।

অপরদিকে এনইসি সভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপিও আজ অনুমোদিত হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১১ হাজার ৬৯৮ কোটি ৯৬ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ১ হাজার ৫৮৯ কোটি ৯৫ লাখ টাকা।

সবমিলিয়ে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রকল্পের বরাদ্দসহ এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকা।

আগামী ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১৩৩টি, সমীক্ষা প্রকল্প ২১টি, কারিগরি সহায়তা প্রকল্প ৮৭টি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে এমন প্রকল্প রয়েছে ৮০টি।

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.