৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
railway transit!

কতিপয় ফরেন পলিসি!

কর্তৃক Raju Ahmed Boni
ট্রেন আসবে
এরপর নিজেরাই ট্রেনে ঢি’ল মারবে,
তারপর ট্রেনের নিরাপত্তার জন্য
বাহিনী আসবে,
তারপর সেনাঘাঁটি করবে
বাকিটা ইতিহাস!
আর কিছু!??
ওহ্হ হো হো..
তিস্তা!??
আর শোনেন
#ফেনী নদীর পানি ভারতকে দিতে হবে!
#পাইপলাইনের মাধ্যমে ভারতকে গ্যাস প্রদান করতে হবে!
#মংলা সমুদ্র বন্দর ভারত ব্যবহার করবে!
#চট্টগ্রাম সমুদ্র বন্দরও ভারত ব্যবহার করবে!
#দেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলাচল করবে!
#দেশের সমুদ্রসীমাও ভারত নজরদারি করবে!
#রহিঙ্গাদেরও বাংলাদেশে রাখতে হবে!
#ভারত থেকে লোন নিয়ে ভারত থেকেই মালামাল কিনতে হবে!
জনৈক মুরিদান কহিলেন :
সানি লিওন কে এক সাংবাদিক প্রশ্ন করছে
“ম্যাম, আপনি আপনার শরীরে অনেক পুরুষকে ট্রানজিট দেন। এটা নিয়ে দর্শকরা মজা নেয়, হাসাহাসি করে, কটুক্তি করে।
এই ব্যাপারে আপনার মন্তব্য কি?”
জবাবে সানিলিওন পালটা প্রশ্ন করছে-
“দেখুন, ট্রানজিট দেওয়াতে ক্ষতিটা কি হচ্ছে?
ফুরিয়ে তো যাচ্ছেনা বরং আমার রাস্তা বড় হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার সুগঠিত হচ্ছে,
এক্টিভিটি বাড়ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে।
সানি লিওনের কথায় কিন্তু যুক্তি আছে।
ট্রানজিট দেওয়া তো খারাপ কিছু না৷
ইউরোপ আমেরিকার মেয়েদের শরীরে কোন বর্ডার নাই, গার্ড নাই,
তাই বলে তারা কি বিক্রি হয়ে গেছে?
স্বাধীনতা খর্ব হইছে?
সবারই নিজস্ব চিন্তা ও স্বপ্ন আছে৷
সানির চিন্তার সাথে দর্শকের চিন্তা মিলালে হবেনা৷
শরীররটা তো সানিলিওনের নিজের দর্শকদের না৷”

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.