Raju Ahmed Boni
আমি কবি না।
কিন্তু কবিতা পড়তে ভালো লাগে। আরও ভালো লাগে
কবিদের “বায়বীয় আবেগের” অন্তরের সৌন্দর্য দেখতে।
সৃষ্টিকর্তার মতো কয়েক প্রকার স্বেচ্ছচারিতা করতে পারে
“কুন–ফায়া– কুনের‘ মতো!
তো, হাল আমলের তরুণ কবি মনোজিত মিত্রের “গণপ্রজাতন্ত্র“
পরম ভালোবাসার প্রথম কদমফুল! সধারনত প্রকৃতির
“রুপ–রস–গন্ধ” কিংবা ‘তুমি–আমি‘র
“ভালোবাসার বালির পাহাড়” থাকে!
প্রচলিত নিয়ম ভাঙা মাস্টার উল্টো পথের যাত্রী হয়েছেন তিনি!
যেহেতু তিনি পেশায় একজন সাংবাদিক এবং সাব এডিটর হওয়ায় হাজারো সংবাদকে “বাদ” দিতে হয়!
সেই সব সংবাদের চুম্বক অংশই তার কবিতার
“কাট–পিস, আইটেম সং কিংবা কবিতার প্লট হয়ে ওঠে মহাশূন্যে অথবা সাগরের অথই তলে!”
এরপর
সেই সব “আয়েশা ও হযরত আলী“র মিথলজিতে মহামারীর রুপ নেয় নিজস্ব ঢং–এ, রংচং মাখিয়ে!
যা মুলত কবিতা হয়ে ওঠেনি! উঠেছে একজন যাদরেল এডিটরের
“কবিতার স্ক্রীপ্ট!!”
যা শুধু মাত্র পাঠ করা যায় ভার্চুয়াল রিয়্যালিটিতে! বাংলা কথা মনোজিত মিত্রের
“গণপ্রজাতন্ত্র”
কবিতার বইয়ের চুয়ান্ন টি কবিতার একটা কবিতাও আমাকে চিন্তার উদ্রেক সৃষ্টি করে নাই!
অথবা
দ্বিতীয় বার পড়তে হবে এমনটাও লাগে নাই।
জাস্ট একটার পর একটা পড়তে হবে পাতা উল্টিয়ে এভাবেই!..
অবশ্য বর্তমান “শেখ হাসিনা” জামানায়
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে
নিয়ে দু‘লাইন না লিখলেয় নয় টাইপ
দায় সারা
“পিতার র্তজনীর হুঙ্কার“!!
একটা প্রসঙ্গ উল্লেখ করি কবি মনোজিত মিত্রের এই
” গণপ্রজাতন্ত্র” কবিতার কাব্য ভান্ডারে
কবিতার উৎস, প্রেরনা, সহযোগিতা কিংবা মিথ
আর একাডেমিক বাংলা সাহিত্যের ছাত্রত্য বাদ দিয়েই তিনি এই সময়ে কবি হয়ে উঠেছেন
“রাজনৈতিক কবি” হিসেবে যার প্রতিটা কবিতায় গন্ধ আছে। যা বাংলাদেশের অন্যতম প্রধান কবি
শামসুর রাহমানও হতে পারেন নাই!! কবি আবু হাসান শাহরিয়ারের কবিতা ছিটে ফোটা আছে।
ইতিহাস বিচার করবে কে রাজনৈতিক “স্যাটায়ার কবি”
আর কে “তৈল মর্দনকারী ।!”
তো, এটা শুধু আমার মতো “গণপ্রজাতন্ত্রের” একজন
“আম প্রজারও” পাঠ প্রতিক্রিয়া নয়!
দেশের খুচরা কবিতা পাঠকদের!!
আর আপনি এই ডিজিটাল ও স্মার্ট জামানায় বইটি পড়ুন পিডিএফে
চলমান রাজনৈতিক অস্থিরতাকে একপাশে রেখে। কারণ আমি–আপনি
ও “অনারেবল মাই পিএম” যদি একচল্লিশ পর্যন্ত হায়াত পান,
তাইলে কসম করে বলতে পারি কবি এবং কবিতার বইটাকে “মাই পিএম” অনার করবে!!
যদি আমার কথা মিথ্যা হয় তাইলে কুত্তাও আছে..
আমার দু কানও থাকলো!
এখানে উল্লেখ্য :
কবিতার লাশ কাটা ঘরের “ডোম” আমি না!
পোস্টমর্টেম মোহিত লাল মজুমদারের মতোও হবে না।
শুধুমাত্র ফলোআপ করলাম ঐসব কবিতাগুলো
যা স্টিল কনটেম্পোরারি।
যেখানে রবীন্দ্রনাথও অপ্রাসঙ্গিক এই আমলে!!
নোট:
সদা সত্য কথা বলি..
আমি একজন আফিম খোর! মানে মুক্তমনা “গোরা ধার্মিক“।
লেখকের মতো “চাষা” নই!
আমাদের দন্দ এখানেই!!
তো, অনেক আলাপ হবে
“কবিতার ধর্ম: ধর্মের কবিতা নিয়ে।“