১২৩
ঘামের মিসাইল!———————
মুক্তার দানার মতো তোমার কপালের
ঘাম ঝরতে থাকে অঝোর ধারায়..
তুমি জাতায় গম পিষে আটা
তৈরি করো তিরিশ শের!
শুকরিয়া আদায় করি সেই রবের
যিনি তোমায় সৃষ্টি করেছেন নাকি গমের?
ঘামের কসম!
মিলনের আত্মজৈবনিক ঘাম
তোমার আমার..
হিরোশিমা- নাগাসাকিরও!
ফিলিস্তিনকে উহ্য রেখে —
কপালের ঘামগুলো ঝরতে থাকুক
ঝরা ফুলের মতো।
ঝরতে ঝরতে….
কসম ঘামের!
তুই সাক্ষী থাকিস।
ঘামগুলো আমারই।
আদম- হাওয়া থেকে
কোটি কোটি বছর ধরে
এই বাংলায়..
চান্নি-পসর
বা
গৃহত্যাগী জোছনার ধোয়ায়..
জনক-জননীর আদরে..
#আখেরী_মকতুবাত -২০২৪