৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দুটি কথা বুঝায়ে বলেন মি: এডভাইজর!

কর্তৃক Raju Ahmed Boni
দুটি কথা বুঝায়ে বলেন মি: এডভাইজর!
১.
‘৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে।
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে।
বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।
পাকিস্তান এদেশে গণহত্যা চলিয়েছে।
( পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও,
তদুপরি আবারো ক্ষমা চাইতে রাজি হলেও,
যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)।
ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে।
জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে।
সাফ দিলে আসতে হবে।
২.
মুজিববাদী বামদের ক্ষমা নাই।
লীগের গুম-খুন আর শাপলায়,
মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিস্ক এরা।
এরা থার্টি সিক্সথ ডিভিশন।
জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে।
আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি
জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে।
দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে।
লীগের এসকল বিটিম ও শীঘ্রই পরাজিত হবে।
অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।
– মাহফুজ আলম

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.