৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
BNP

“বি.এন.পি. বিট!”

Raju Ahmed Boni

কর্তৃক Raju Ahmed Boni
বি.এন.পি’র এখন অস্তিত্ব রক্ষার লড়াই!
ফরমার পি.এম. ম্যাডাম জিয়ারও
যায় যায় অবস্থা!
বিদেশে উন্নত চিকিৎসা নয় দেশীয় এভার কেয়ারেই ভরসা!
বিলেতের হট চেয়ারে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ভিডিও বার্তায়
দেশের রুট লেবেলের নেতাকর্মীরা কতটুকু চাঙ্গা তা বোঝা যায় বিশেষ কয়েকটা
সাংগঠনিক কার্যক্রমে!
আর,
রুহুল কবির রিজভী সাহেবের
প্রেস ব্রিফিং-এ
“বোর” টোটাল মিডিয়া কর্মীরা!
তবে ভিন্নতা দেখা যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের
সাংগঠনিক দক্ষতায়!
তো,
দেশের এই প্রধান বিরোধী দলের অবস্থান যখন অনেকটা মেরুদণ্ডহীন
অথবা
নড়বড়ে!
জানাকথা
‘ফাঁকামাঠে গোল কারা দিবে!’
চার দলীয় ঐক্য জোট আবারও কিভাবে
নিজেদের
“ইউনিটি স্ট্রং”
করবে তা স্হায়ী কমিটি
অথবা
“এডভাইজর প্যানেলের”
ডিসিশন ।
আমার মতো
“কলির কেষ্ট”
এই সোনার বাংলাদেশের
এককোণে ঝড় তুলতে পারে চায়ের কাপে!
তবে এই
“কাল বৈশাখী”
কিংবা
হাল আমলের
“রিমাল”
“সংসদে”
অথবা
রাষ্ট্রযন্ত্রের প্রেস উইংয়ের
“হেডেক” হবে না!
তারপরও কথা হবে
আমার এলাকা
(মেহেরপুর। গাংনী)
জাতীয়তাবাদী দলের
“নিট এন্ড ক্লিন ইমেজের”
লিডার
সাবেক এম.পি
মাসুদ অরুণ
আমজাদ হোসেন
এবং
জাভেদ মাসুদ মিল্টনের সাথে!
“বিএনপির লিডারশীপ ক্রাইসিস!
লন্ডনের সিদ্ধান্ত
নাকি
স্হায়ী কমিটি ডিসিশন
মহাসচিব
নাকি
যুগ্ম মহাসচিব
ম্যাডাম নাকি ভাইয়া!?”
দল এখন হ-য-ব-র-ল!!
এমনসময়ে আলাপ হবে…
“গল্পে গল্পে গাল গল্প!”..
লোকাল বিএনপির রাজনীতিতে একটু নার্সিং করা
প্রয়োজন!
কেমন চলছে তৃনমুল পর্যায়ের নেতাদের
সাংগঠনিক কার্যক্রম!?
তো নেতাদের
সম্পর্কে ইন্ট্রো দিলে
অনেক বেশি দেওয়া যাবে এজ ইউজিয়াল..
সমাজ সেবক,
গণমানুষের প্রাণপ্রিয় নেতা,
গরিব দু:খি মেহনতী মানুষের আপনজন,
দানবীর,
রাজপথের লড়াকু সৈনিক,
আপোষহীন নেতা!
বিশেষনের শেষ নাই!
এইসব তথাকথিত
রাজনৈতিক কর্মীদের।
তারপরও লিখতে হয়!
সিস্টেমের অংশ হিসেবে!
#BNP
#POLITICS
#BANGLADESH
#ZIA FAMILY

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.