১৯০
“ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন”
২৯ আগষ্ট ২০০২ একদল তরুণ ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দের
উদ্যোগে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার
অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছিল “গণসংহতি আন্দোলন।”
এর ১৪ বছর পরে সালে তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন শেষে
২৯ নভেম্বর ২০১৬ তারিখে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করেছিলো এই পার্টি।
সংগ্রামের ধারাবাহিকতায়,
২০২১ সালের অক্টোবরে
“ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন”
এই ভিশন নিয়ে ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী পুনঃনির্বাচিত
এবং
আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত করে
দলের ২য় কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
আজ প্রায় ৩ বছরের মধ্যেই
“জনগণের বৃহত্তর ঐক্য”
গড়ে তোলার সংগ্রাম অনেকটাই সফল।
এখন নতুন “রাজনৈতিক বন্দোবস্ত” গড়ে তুলে
“জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার”
লক্ষ্যে এই বৃহত্তর ঐক্য অটুট রাখতে হবে।