২৫০
মেহেরপুরের বিএনপি রাজনীতিতেকেন জুলফিকার আলি ভুট্টাে জরুরি?———————————–
এই রাজনীতিবিধটাকে নিয়ে
কিছু লেখা যায়!
পদ্মার উত্তাল ঢেউ যেমন
যৌবনের খেলা দেখাতো
তেমনি তিনি তার ছাত্র জীবনে
বাম রাজনীতির সাথে হাটতে শিখেছেন
বিপ্লবী কমরেডদের সাথে!
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
গ্রাম সরকারের প্রতিনিধি হওয়ায়
পরবর্তীতে তিনি রাজনৈতিক ডিসিশন চেন্জ
করে আসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) তে!
সেই নব্বই দশক থেকে স্টীল বিএনপির
মাঠের কর্মী।
(চলবে…)
photo:
তুখোড় ছাত্রনেতা!
এবং
যৌবন বয়সে
মেহেরপুর জেলা
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
ও
সাবেক চেয়ারম্যান
জনাব জুলফিকার আলি ভুট্টাে
(Zulfikar Ali Bhutto)
সাবেক সাংগঠনিক সম্পাদক
মেহেরপুর জেলা বিএনপি।
#ভার্চুয়াল_জার্নাল_বিডি
#বিএনপি_নিউজ
#বিএনপি_গাংনী