বাঙলা বাত!
—————-
একাত্তরের
স্বাধীনতার পর মধ্যবিত্ত বাঙালি মুসলমান
লেখক- শিল্পী- কবি- সাহিত্যিকরা
এক একজন মুরিদ হয়ে তথা কথিত ওলি-
আউলিয়া গাউস কুতুবদের ঘাড়ে
” যদ্যপি আমার গুরু”
বিষয়ক পাইরুবি করে
জাতে উঠেছেন!
জগৎ বিখ্যাত রাষ্ট্র চিন্তক হ্যারল্ড লাস্কির
নাম ভাঙিয়ে ঢাকা বিশ্ববিদ্যালের
জাতীয় অধ্যাপক হয়েছেন আব্দুর রাজ্জাক!
অধ্যাপক রাজ্জাকের সিলসিলা
ফুরফুরা দরবার শরীফের মতোই বেশ লম্বা!
আহমদ ছফা সারাটা জীবন যৌবন
অধ্যাপক রাজ্জাকের গান গেয়েছেন।
অধ্যাপক সলিমুল্লাহ খান স্টীল আহমদ ছফা কে
স্টান্ড্রাড ভাবে ডিল করছেন
এলিট ক্লাসে!
‘ডিল মেকিং দুনিয়াতে একরোখা ব্রাত্য রাইসু!
কর্পোরেট যুগে বর্তমান বাংলা সাহিত্যে পাপেট না হয়ে তিনি একটা
ইউনিক ফসিল স্টাব্লিস করতে চাচ্ছেন!
কিছুটা পেরেছেনও!
ওদিকে হাসান আজিজুল হকের
সার্টিফাইডে ‘ব্যাংকার বস’ মাসরুর আরেফিন!
সাজ্জাদ শরীফকে নিয়ে আমার অনেক
‘ছুরি চিকিৎসা’ আছে।
একমাত্র তিনিই শামসুর রাহমান – আল মাহমুদ – গুণ – মহাদেব সাহা দের
কাতারে আসতে পারতেন যদি না প্রথমআলো ‘ কে তিনি আজকের
প্রথম আলোই আইকনিক ট্রেড মার্কের
দ্বায়িত্ব না নিতেন!
তো,
এভাবেই চলছে বাংলা সাহিত্যের
তৈল মর্দনের ইতিহাস।
যারা ডলা ডলি’ র স্পা সেন্টারে যান নাই
তারা হয়েছেন তৈমুর রেজা, মোশতাক আহমদ,
মোস্তফা হামেদী, সায়্যিদ জামিল, মেহেদী উল্লাহ,
হাল আমলের হাসান রোবায়েত ছাড়াও অন্যান্য
আবারও বলি কতিপয় খুচরা ও মৌসুমি লেখকেরা মাহবুব আজিজ, জাফর আহমেদ রাশেদ বা আলফ্রেড খোকন,
কিংবা আলতু ভাইদের নজরানা না দিলে আড়ালেই থেকে যাবেন!
কসম শায়েরির!…
আপনাকে আবিষ্কার করার টাইম নাই বস!
ক্লিকের জামানায়
আপনার “খুতবাগুলি”র
শা’নে নুজুল, তর্জমা ও তাফসির করারও
ফুসরাত নাই!
টু বি অনেস্ট!
মধ্যবিত্তের এইসব দিনরাত্তি নিয়ে
ছিনিমিনি খেলে বাংলা সস্তা উপন্যাসের ব্যাপারি
হুমায়ূন আহমেদের
“শঙ্খনীল কারাগার”
পড়ে আমি বা আমরা
রফিক কাইসার’কে
আবিষ্কার করেছি!
বাংলা সাহিত্যের শিক্ষক রফিক কাইসার।
কবি তো!
খেয়ালি!
কবি সত্বাকে ধারণ করে
কয়েকটা কবিতা লিখে না লিখেই
বাকিটা জীবন পার করলেন!
ঝিনুক যেমনটা হয়!
মুক্তদানা গুলো হয়তো
ক্যাডেট কলেজের কোয়ার্টারে
“মহাকাল ও মৃত্তৃকার”
পিননের ভাঁজে
গুঁজে ছিলো যা
মোসতাক আহমদ
বা
অন্য সাহিত্যনারুগী ক্যাডেটরাও
উদ্ধার করতে পারেন নাই!
যেমন
আমিও!
কে কাহার!
কে কাহার!
মেহনত করা যায়!.
বিনা ফায়দায়!?
তাই আসুন একটু জোর লাগাই
বাংলা সাহিত্যের একাডেমিক জায়গায়!
ফের কাভি…
বহুৎ বাত চিত হবে…
#আখেরি_বাত -২০২৫