১১৬
“শো-অফ” অন এয়ার!
—————————
এই জেনারেশনের ছেলে-মেয়েরা
এক একটা মিসাইল!
রক্তাক্ত বাংলাদেশটাকে মর্ডানিজম
বির্নিমানের যে গুরু দ্বায়িত্ব
তাদের কাঁধে তা দেখে আমরা আশা
রাখতেই পারি,
না ওরা পারবে!
ওরা পারবেই!
ওদেরকে পারতেই হবে।
এতটুকু ভরসা রেখে আমরা জাস্ট
ওদের সাপোর্টটা দিই-
” যা, যতোদূর সম্ভব…
এক নয়। সাত আসমান স্বপ্ন দ্যাখ।
আমরা তোদের পাশে আছি।”
ব্যাস, এই পিঠ চাপড়ানো মানে
জান- প্রান লাগিয়ে দেবে
আবু সাইদ, মুগ্ধদের মতো!
তেমন ভাবে এই তরুণ দুই উদোক্তা
স্বপ্ন দেখছেন স্টাইলিশ, রুচিশীল
পোশাক প্রোডাক্শনের!
রেডিয়েন্ট!
(#Radiant)
এই নামের ডেফিনিশন অনেক!
ওরা কথা বলবে।
এবং
কাজ করে দেখাবে
আগামীর বাংলাদেশের আঠারো কোটি
জনগণের দ্বিতীয় মৌলিক চাহিদার
বিষয়ে!
বাংলাদেশের পোশাক সেক্টরের
অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে।
তো,
আমাদের সঙ্গে থাকুন।
রেডিয়ান্টের পোশাক পরুন।
ফ্যামিলির ড্রেস কোড হোক
রেডিয়ান্টের।