৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সাহিত্য পুরষ্কার প্রসঙ্গ-2024

কর্তৃক Raju Ahmed Boni
দেশে
“ভাতের কেচ্ছা”
নাকি
“ভাতারের কেচ্ছা”
বেশি তা বলা মুশকিল!
তাই এই “ভাতুড়ে বাঙালি” ভুলে গেছে
“দরবেশ
তাদের মুরিদানদেরকে!”
শেয়ার বাজার
স্কান্ডাল কার্লপিটরা এখনও
মক্কা মদিনা ইতিকাফ থেকে
কলোটাকা সাদা করেন!
যেহেতু এই
“গণপ্রজাতন্ত্র”
দেশে ফোর্থ টার্ম একই সরকার
রাষ্ট্র পরিচালনা করছেন
এজন্যই তিনারা
প্রধান মন্ত্রীর
বিজনেস বিষয়ক এডভাইজর হয়ে
এক একজনের কাছে
থাকে
“আলাদীনের চেরাগ”!
সেখান থেকে
“বেঙ্গল বাবা”
আর
“দরবেশ বাবাগণ”!
লাখ দু-এক টাকা
সাহিত্য সংস্কৃতির পুরষ্কার দিয়ে
মধ্যবিত্ত শ্রেণির মনোযোগ
“ডাইভার্ট” করতে পারেন অনায়াসে!
ছোট্ট একটা দেশে
“পলিটিকাল ক্রাইসিস” থাকতেই পারে।
তার উপর
ডলার সংকট,
কোটি কোটি টাকা বিদেশে পাচার,
ব্যাংক ডাউন হওয়া,
প্রতিটা সেক্টরে করাপশন,
সরকারি দলের
ইন্টারনাল কোন্দল
স্ট্রং বিরোধী দল না হতে দেওয়া
ছাড়াও দেশ চলছে
“উদ্ভট উঠের পীঠে”..
এবং নোট:
অভিনন্দন
কামরুন্নাহার দিপা।
(#Kamrunnahar_Dipa)
“ভাতের কেচ্ছা’’
গল্পগ্রন্থের জন্য
IFIC Bank PLC
নিবেদিত
‘’কালি ও কলম তরুণ
কবি ও লেখক পুরস্কার ২০২৩’’
(২য় কিস্তি
১ম কিস্তির পর…)

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.