২৪৮
এই চরিত্রটার যে ‘ক্যালিবার’
ও
যে পরিমানে ‘ডেডিকেশন’
এবং
সাহস ছিলো অথবা আছে,
এবং
নেতা হিসেবে ওনার যে
‘ক্যারিজমা’
তার কোন কিছুই আসলে ঠিক মতো মূল্যায়ন করা হয় নাই ।
বরং মাঝে মধ্যে
ডয়েচের
‘খা-ম’
এর মতো ওনেকেই ওনারে ডেকে নিয়ে যেয়ে বিভিন্ন সময়
‘খা-ম’
বা
মৌলবাদী হিসেবে ‘ট্যাগ’ দেয়ার চেষ্টা করেছে!
সাধারন মানুষের মাঝে ওনার দল
এবং
ওনার কম পপুলার হওয়ার পিছনে আমার কাছে মনে হয়
দীর্ঘ দিন বাম জোটের মধ্যে আটকা ছিলেন এইটা একটা কারন।
আলহামদুল্লিাহ!
আশার কথা হচ্ছে
যে বাম জোট থেকে ওনাকে বের করে দেয়া হয়েছে,
কিংবা
নিজে বের হয়ে এসেছেন
বিষয়টা সস্তিদায়ক এবং আশাব্যাঞ্জক!
এবার যদি
তার প্রাপ্য জায়গাটা তৈরী করতে পারে।
তাহলে
বর্তমান সময়ের একটি প্রয়োজন
এবং
সামনের দিনে একটি সম্ভাবনার নাম!
নিসন্দেহে।
তো আশা রাখি..
“পরিবর্তন সম্ভব
পরিবর্তন হবেই!”
#Virtual_Journal-2024