১.০K
রিসেন্ট আমার
দেশের পরিস্থিতি….
“ডলার ক্রাইসিস,
রিজার্ভ সংকট,
স্টক মার্কেটে অস্থিরতা,
সরকারী ব্যাংকের লিমিটেশন,
বিজনেস সিন্ডিকেট,
কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে,
বাজারে অনল,
বায়ু প্রবাহ কৃষকের মাঠে
তারপর
লোনের পাহাড়,
কাঁচের মেগা প্রজেক্ট!
প্রশ্নবিদ্ধ দেশের ডিফেন্সিভ
অর্গানাইজেশন,
ইন্টারনাল সিকিউরিটি ইস্যু,
ঠুনকো ডিপ্লোম্যাসি,
করাপশন এভরি সিঙ্গেল
পাবলিক সেক্টর!”
তো,
লেলিন, মুসোলিনি,
গাদ্দাফী,সাদ্দাম,
আর
এরশাদ সরকারের চেয়েও
আমার
প্রধানমন্ত্রী এগুচ্ছেন সেই পথে..
“যে পথ যদি না শেষ হয়!”
হবেও না!
যদি না উনি চান!
মানে দেশে স্ট্রং অপজিশন পার্টি না থাকে!
এই যখন আমার সোনার বাংলাদেশের অবস্থা..
ঠিক এমন সময়ে আমরা
“টু মাচ টক”
করবো একজন কবির সঙ্গে!
দেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে বিখ্যাত
মেহেরপুর মুজিবনগরের আশেপাশে!
আমরা জানি কবির কবিতায়
দেশের পার্লামেন্টে ঝড় উঠবে না!
“পুলিশের আই.জি.র করাপশন তুফান থামবে না!
কিন্তু
স্যার, প্লেটোর এডভাইস গ্রিসে নোটেড থাকতো!
সেনেটরা নিয়মিত ব্রিফ করতেন
জুলিয়াস সিজারের দরবারে!”
এক বুক আশা নিয়ে
কথা হবে লোকাল
“প্রেম ও দ্রোহের কবি”
মুরাদ হোসেনের সাথে।
আরও কথা হবে
স্যারের একমাত্র কবিতার বই
“প্রেম দ্রোহ
এবং
প্রার্থিত সুন্দর”
সম্পর্কে।
কবি হয়ে ওঠার গল্প,
আইডিওলজিক্যাল রাজনৈতিক কর্মীর
আখ্যান সম্পর্কে!
