৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

এক দফা দাবিতে “জাতীয় ঐক্যের” ডাক বিএনপি’র!

কর্তৃক Raju Ahmed Boni

সারাদেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের “গণগ্রেপ্তার ও নির্যাতনের” প্রেক্ষাপটে সরকারের পতনের ন্যূনতম “এক দফা” দাবিতে “জাতীয় ঐক্যের” ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “জাতীয় ঐক্যের” আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে ‘লুণ্ঠিত গণতন্ত্র’ ও ‘ভোটাধিকার পুনরুদ্ধার’, ‘অধিকারহীন জনগণের’ ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম ‘এক দফার’ ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি।”

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “জাতীয় ঐক্যের এই ‘ঐতিহাসিক ঘোষণা’ ও দলিল দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ।”

সময় ও যোগাযোগ প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মতি দেওয়া যেতে পারে উল্লেখ করে ফখরুল বলেন, “শিগগিরই সম্মতি প্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।”

উল্ল্যেখ্য, ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, এনডিএ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রভৃতি সংগঠন সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে।

বিএনপির সঙ্গে দুই যুগ জোটবদ্ধ থাকা জামায়াতে ইসলামী আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থাকে।

২০২২ সালের ডিসেম্বরে ঢাকায় বহুল আলোচিত মহাসমাবেশের আগে বিএনপি তার আলোচিত ২০ দলীয় জোট ভেঙে দেয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। ২০০৯ সালের জানুয়ারিতে সরকারে আসা আওয়ামী লীগের পতনে একাধিকবার “এক দফা” আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফিরেছে বিএনপি দলটি।

Reference By-

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.