২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি
২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

কৃষি প্রধান গাংনী উপজেলাকে কৃষি শিল্পে প্রমোট করতে হবে। – জুলফিকার আলি ভুট্টাে।

কর্তৃক Raju Ahmed Boni
কৃষি প্রধান গাংনী উপজেলাকে কৃষি শিল্পে প্রমোট করতে হবে।
– জুলফিকার আলি ভুট্টাে।
———————————-
মেহেরপুর তথা গাংনী উপজেলার
অর্থনীতির মূল চাবিকাঠি হলো কৃষি।
এখানে ধান, গম, ভুট্টা তামাক
ও মৌসুমী সবজিসহ
অর্থকারী কিংবা উচ্চমূল্যের
অনেক ফসল উৎপাদন হয়ে থাকে।
দেশের বিভিন্ন জেলা – উপজেলা বিবিধ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি পেয়েছে।
অথচ মুক্তিযুদ্ধের আতুড়ঘর খ্যাত
“মুজিবনগর” এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক মুক্তি এখনও অনিশ্চিত!
তাই,
কৃষি প্রধান এই উপজেলাকে কৃষি শিল্পে রুপান্তরের মাধ্যমে অর্থনৈতিকভাবে আরও স্বচ্ছল করা হবে।
মেহেরপুর জেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক
সাবেক চেয়ারম্যান
জনাব জুলফিকার আলি ভুট্টাে
তারুণ্যের অহংকার
জননেতা জনাব তারেক রহমানের
৩১ দফা
এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
ভিষণ ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে স্পেশালি
গোটা বাংলাদেশের কৃষকদের ভাগ্য
পরিবর্তনের “কৃষক কার্ড” বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভায় উক্ত বিষয়গুলো উল্লেখ করেন।
Written By
Chief Editor

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.