৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

“গণপ্রজাতন্ত্রের জনৈক “প্রজা”র কাব্য প্রতিক্রিয়া!”

কর্তৃক Raju Ahmed Boni

Raju Ahmed Boni

আমি কবি না।

কিন্তু কবিতা পড়তে ভালো লাগে। আরও ভালো লাগে

কবিদেরবায়বীয় আবেগেরঅন্তরের সৌন্দর্য দেখতে।

সৃষ্টিকর্তার মতো কয়েক প্রকার স্বেচ্ছচারিতা করতে পারে

কুনফায়াকুনেরমতো!

তো, হাল আমলের তরুণ কবি মনোজিত মিত্রের গণপ্রজাতন্ত্র

পরম ভালোবাসার প্রথম কদমফুল! সধারনত প্রকৃতির

রুপরসগন্ধকিংবা তুমিআমি

ভালোবাসার বালির পাহাড়থাকে!

প্রচলিত নিয়ম ভাঙা মাস্টার উল্টো পথের যাত্রী হয়েছেন তিনি!

যেহেতু তিনি পেশায় একজন সাংবাদিক এবং সাব এডিটর হওয়ায় হাজারো সংবাদকেবাদদিতে হয়!

সেই সব সংবাদের চুম্বক অংশই তার কবিতার

কাটপিসআইটেম সং কিংবা কবিতার প্লট হয়ে ওঠে মহাশূন্যে অথবা সাগরের অথই তলে!”

এরপর

সেই সবআয়েশা হযরত আলীমিথলজিতে মহামারীর রুপ নেয় নিজস্ব ঢংরংচং মাখিয়ে!

যা মুলত কবিতা হয়ে ওঠেনি! উঠেছে একজন যাদরেল এডিটরের

কবিতার স্ক্রীপ্ট!!”

যা শুধু মাত্র পাঠ করা যায় ভার্চুয়াল রিয়্যালিটিতে! বাংলা কথা মনোজিত মিত্রের

গণপ্রজাতন্ত্র

কবিতার বইয়ের চুয়ান্ন টি কবিতার একটা কবিতাও আমাকে চিন্তার উদ্রেক সৃষ্টি করে নাই!

অথবা

দ্বিতীয় বার পড়তে হবে এমনটাও লাগে নাই।

জাস্ট একটার পর একটা পড়তে হবে পাতা উল্টিয়ে এভাবেই!..

অবশ্য বর্তমানশেখ হাসিনা” জামানায়

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে

নিয়ে দুলাইন না লিখলেয় নয় টাইপ

দায় সারা

পিতার র্তজনীর হুঙ্কার“!!

একটা প্রসঙ্গ উল্লেখ করি কবি মনোজিত মিত্রের এই

গণপ্রজাতন্ত্র”  কবিতার কাব্য ভান্ডারে

কবিতার উৎসপ্রেরনা, সহযোগিতা কিংবা মিথ

আর একাডেমিক বাংলা সাহিত্যের ছাত্রত্য বাদ দিয়েই তিনি এই সময়ে কবি হয়ে উঠেছেন

রাজনৈতিক কবিহিসেবে যার প্রতিটা কবিতায় গন্ধ আছে। যা বাংলাদেশের অন্যতম প্রধান কবি

শামসুর রাহমানও হতে পারেন নাই!!  কবি আবু হাসান শাহরিয়ারের কবিতা ছিটে ফোটা আছে।

ইতিহাস বিচার করবে কে রাজনৈতিক স্যাটায়ার কবি

আর কে  তৈল মর্দনকারী !”

তোএটা শুধু আমার মতোগণপ্রজাতন্ত্রেরএকজন

আম প্রজারও”  পাঠ প্রতিক্রিয়া নয়!

দেশের খুচরা কবিতা পাঠকদের!!

আর আপনি এই ডিজিটাল স্মার্ট জামানায় বইটি পড়ুন পিডিএফে

চলমান রাজনৈতিক অস্থিরতাকে একপাশে রেখে। কারণ আমিআপনি

অনারেবল মাই পিএমযদি একচল্লিশ পর্যন্ত হায়াত পান,

তাইলে কসম করে বলতে পারি কবি এবং কবিতার বইটাকেমাই পিএমঅনার করবে!!

যদি আমার কথা মিথ্যা হয় তাইলে কুত্তাও আছে..

আমার দু কানও থাকলো!

এখানে উল্লেখ্য :

কবিতার লাশ কাটা ঘরেরডোম” আমি না!

পোস্টমর্টেম মোহিত লাল মজুমদারের মতোও হবে না।

শুধুমাত্র ফলোআপ করলাম ঐসব কবিতাগুলো

যা স্টিল কনটেম্পোরারি।

যেখানে রবীন্দ্রনাথও অপ্রাসঙ্গিক এই আমলে!!

নোট:

সদা সত্য কথা বলি..

আমি একজন আফিম খোর! মানে মুক্তমনাগোরা ধার্মিক

লেখকের মতোচাষানই!

আমাদের দন্দ এখানেই!!

তো, অনেক আলাপ হবে

কবিতার ধর্ম: ধর্মের কবিতা নিয়ে।

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.