৩২৫
কবি সারাজাত সৌম’র
এর কবিতার বই
‘অসম্ভব এই বিরহ”
এই বইটা হতে পারে বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
এখানে সারাজাতের ভেতর রুমির ছায়াকে ছুঁতে পারি নতুন করে,
নতুন স্বরে।
প্রেম, বিরহ ও সুফিজমের এক অসাধারণ মেলবন্ধনই হলো এই বইয়ের বড়ো চমক।
এই বইটা যখন পড়বেন, তখন মনে হবে আপনি আপনার ঈশ্বর,
প্রিয়তমা অথবা নিজের সাথেই কথা বলছেন,
যে কথাগুলো বলতে চেয়েও বলতে পারেননি।
বই : অসম্ভব এই বিরহ
ধরন: কবিতা
কবি: সারাজাত সৌম
কভার: হার্ড কভার
কাগজ: ১০০ গ্রাম অফসেট
প্রচ্ছদ: অমিত মণ্ডল
সাইজ: ৬”×৯”
পৃষ্ঠা সংখ্যা: ৪৮
প্রকাশক: বৈভব
প্রকাশকাল: জানুয়ারি , ২০২৩
মূল্য: ১৬৮ টাকা (২৫% ছাড়ে)
কবি ও তার বই
~
সারাজাত সৌম একজন আপাদমস্তক কবি, অথচ করেন চাকুরি।
জন্ম ২৫ এপ্রিল ১৯৮৪ সালে।
১৪ নং আকুয়া মাদ্রাসা কোয়ার্টার,
ময়মনসিংহে তার স্থায়ী নিবাস।
বইটি সম্পর্কে সারাজাত সৌম বলেন,
‘অসম্ভব এই বিরহ’ মূলত একটি কবিতার বই।
বইটিতে মোট ৪০টি কবিতা আছে।
এবং কবিতাগুলো সুফি আবহে লেখা।
বিশেষ করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা
(যেটা জাগতিক নয়, আত্মিক)
হারিয়ে ফের খুঁজে চলার যে ব্যকুলতা তাই ধরার চেষ্টা করা হয়েছে।
কবির প্রকাশিত বই:
নুর নুর বলে চমকায় পাখি
[ কবিতা, বেহুলাবাংলা-২০২০]
একাই হাঁটছি পাগল
[কবিতা, দ্বিতীয় সংস্করণ : বেহুলাবাংলা-২০২১]
আমি নাই হয়ে যাব
[কবিতা, চন্দ্রবিন্দু প্রকাশন-২০২২]
অসম্ভব এই বিরহ
[কবিতা, বৈভব প্রকাশন-২০২৩]
ই-মেইল: showmo1851@gmail.com
বই থেকে-
আয়না
কী ঘটে গেল হঠাৎ—
আমরা কিছুই বুঝিনি!
প্রেমে পড়ার পর মানুষ চঞ্চল হয়।
মানুষ পাগল হয়, যার যেমন ইচ্ছে—
আমি বাধা দিইনি এই মন
কেবল আয়নাতে গিয়ে দেখি
আমার বয়স হয়েছে!
০০০
করুণা
যেন আমাকে একটা জীবন দেওয়া হলো—
কিন্তু সবকিছু আর দেখা হলো না!
অত্যল্পতেই হৃদয় খ্যাপা হয়ে উঠল—
যেন সূর্যের নিচে বালি চিকচিক করছে।
আমি তাতে পা ডুবিয়েই দিলাম—
আর সেই সাথে তুলে আনলাম
কিছু ময়লাও।
০০০
পাগল
সমস্ত পৃথিবী পকেটে ভরে সে দৌড়াচ্ছে—
কেউ নেই, কেবলই বাতাস!
একবার ডানে—একবার বায়ে
সে কী নৃত্য…
আমাকে পা দেয়া হলো, অথচ—
আমি তার মতো নাচতে পারলাম না।
০০০
দরজা
কেউ আসে—কেউ যায়!
আমি কি এসেছিলাম—
নাকি আসিনি।
আজও জানি না—
কী অদ্ভুত এই পথ!
কত মানুষ এলো-গেল
আমি তার কিছুই টের পেলাম না!
০০০
নিয়তি
আমাকে ছুঁয়ে গেল বাতাস—
একটু হল্লা করে দূরে।
তারপর তুমিই সব—
বাগান আর ফুলেল ঘ্রাণ।
কী নিয়তি আমার—
ফুলগুলো অন্যেরা নিয়ে চলে গেল।
০০০
দেহ
এই আমার পোশাক—
আমি তার ভেতর দম নিয়ে বসে আছি।
আমার ছোট্ট দেহ—
এত এত ফুটো
এত এত নদীনালা
ফুল-পাখি আর গৃহ!
যেন তারা কথা বললে—
আমি স্থির থাকতে পারি না।
#অসম্ভব এই বিরহ
(নোট: অনেক সময় কপি পেস্ট
কাব্য লিখতে হয়!
ডোন্ট মাইন্ড!)