৩১৭
“নিজেকে কুরবান করে
নানাজির ইসলামকে পূর্নজীবিত করে গেলাম।
কারবালার মাটির কসম!
আমি শেরে খোদা আলীর সন্তান,
নবীজির কলিজা,
বিশ্ব মাতার নয়নের মনি,
ইমাম হাসান আমার ভাই,
বেহেশতে তামাম যুবকদের সরদার।
পঞ্চশক্তি আমার বাহুতে,
যদি গর্জে উঠি শুধু মুনাফিক,
ইয়াজিদরাই নয়,
সকল সৃষ্টিই ভয়ে নিশ্চুপ হয়ে যাবে।।
-মাওলা ইমাম হুসাইন (আঃ)
মোহর্রম্!
কারবালা!
কাঁদো ‘হায় হোসেনা!’
দেখো মরু-সূর্যে এ খুন যেন শোষে না!