আওয়ামী বয়ান দিন রাত চব্বিশ ঘন্টা রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত সর্বত্র ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো হাসিনা সরকারের তাবেদার বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া। ঐসব গদি মিডিয়ার সমালোচনা বাদ দিয়ে ডানপন্থী পপুলিষ্টরা প্রথম আলো ও ডেইলিস্টারকে বন্ধ করতে উঠে পরে লাগছে কেন ভাবেন। একটা সূত্র দেই: অনুসন্ধানি সাংবাদিকতা ও সংবাদের ক্রেডিবিলিটি। সরকারের অনিয়ম দুর্নীতি নিয়ে আপনি স্যোসাল মিডিয়ায় যতই সমালোচনা করেন, তথ্য প্রমাণ সহ কোন বিশ্বাসযোগ্য মেইনস্ট্রিম মিডিয়ায় তা না আসা পর্যন্ত দেশে বিদেশে তার কোন গ্রহণযোগ্যতা থাকে না। প্রথম আলো ডেইলিস্টারের অনেক সমালোচনাই করা যায়, করা উচিতও কিন্তু বিশ্বাসযোগ্যতার সাথে ক্ষমতাসীনদের অনিয়ম দুর্নীতি এক্সপোজ করবার বেলায় এই দুইটা পত্রিকার কোন বিকল্প দেশে নাই। এই কারণে বাংলাদেশে যারাই স্বৈরশাসন কায়েম করে অবাধে দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করতে চায় তারাই প্রথম আলো আর ডেইলিস্টার বন্ধ করতে চায়।
প্রথম আলো আর ডেইলিস্টার বন্ধ করতে চায়।
৯০
আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681
পূর্ববর্তী পোস্ট