৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“মাই মিডিয়া’স ডায়েরি!” ( কালের কন্ঠ চ্যাপ্টার)

কর্তৃক Raju Ahmed Boni
ডায়েরি লেখা আমার
থেকেই।
তবে,
“ডায়েরি সাহিত্য” এইচ.এস.সির পর।
তো,
দৈনিক কালেরকন্ঠ
আমার “সাংবাদিকতার অ আ ক খ”
সমসাময়িক!
২০১০ -এ!
আমার
“থ্রী বি”
(বন্ধু ও বিগ ব্রো)
এবং
“টু পি”
(পেট এন্ড পোয়েট)
সালমান তারেক শাকিল!
বললেন,
“বসুন্ধরা গ্রুপের পত্রিকা আসছে
শামীম ভাই
(কবি শামীম রেজা)
আছেন
শিলালিপিতে
(সাহিত্য ম্যাগ)
লেগে পড়,
মালদার পার্টি।
আমি লেগে পড়লাম
শাওন ভাইয়ার
( কবি মাহমুদ শাওন)
সাথে।
শামীম ভাই
(শামীম রেজা)
( তখন কিন্তু
ঢাকা কলেজের বাংলার টিচার)
আমি মাঝে মাঝে থতমত খায়..
স্যার বলবো না ভাই!)
ভাই বলার প্রশ্নই আসে না!
কবি শামীম রেজার একটা কবিতার
বইও পড়া হয় নি!
ততদিনে তাঁর
“পাথরচিত্রে নদীকথা” (২০০১)
“নালন্দা দূরবিশ্বের মেয়ে” (২০০৪)
“যখন রাত্রির নাইমা আসে সুবর্ণনগরে” (২০০৬)
এছাড়াও
সিলেক্টেড পোয়মস্!)
প্রকাশিত!
কোনো হোমওয়ার্ক নেই!
আবার,
শাওন ভাই শুন্যদশকের কবি হিসেবে
সব লিটল ম্যাগে তার কবিতা ছাপে।
আমি প্রেমেরগুলো পড়ে উনার সাথে খাতির জমায়!
পান্থপথের বসুন্ধরা শপিং মলের
বেজমেন্টে!
মাঝে মাঝে
হাবিব ভাইয়ের
(কবি সৈকত হাবিব)
সাথে দেখা করি
সুজাত ভাইয়ার সাথে
(গল্পকার মুস্তাইন সুজাত)
বিডিনিউজ২৪.কম অফিসের বারান্দায়
বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।
তো
গোটা এক মাসজুড়ে দেশের সব প্রিন্ট মিডিয়ায়
“এড” খাওয়ালেন
“আসিতেছে…আসিতেছে….
বসুন্ধরা গ্রুপ মিডিয়ার দৈনিক! “
হট এ আইডিয়া!
সব প্ল্যান করছেন
“বাংলার এডিটর বস আবেদ খান!”
মিলন ভাই
(ইমদাদুল হক মিলন)
শিলালিপির ডেস্কে ঘোরাফেরা
করতে দেখে নয়ন ভাইকে
( সাজ্জাদুল কবির নয়ন)
বলেছিলেন
হয়তো ছেলেটাকে
“শুভসংঘ”
কাজে লাগাও!
কোনো ফায়দা হলো না
“শুভ সংঘে”র
পেজে টোটালি জনি ভাই
(পুরো নাম মনে নাই এখন)
নিজের মতো
করে সাজাচ্ছেন পেজটা!
ঢাবি থেকে সদ্য মাস্টার্স শেষ করে
আদর্শবাদী আইডিয়া নিয়ে
কর্পোরেট দুনিয়ায় কদম ফেলেছেন!
“একরোখা এ টু জেড!”
১০ জানুয়ারি গোটা দেশ
২য় বার “সিডর” অনুভব করলো
মিডিয়া জগতে!
এক কোটি
বা
তার বেশি
সার্কুলেশন ছিলো কিনা তা মনে নাই!
কিন্তু
“ম্যারাডোনা”
মেসির “বিশ্বকাপে”
কোটি খানিক টি শার্ট পেলো
দেশবাসী!
(তবে আমার টা (কম্বল) পাইনি বলা বাহুল্য!)
তো,
এর মাঝে আবার
প্রথমআলো বন্ধুসভার রওশন ভাইয়ের
(অনু কবি দ্যন্তস্য রওশন)
“স্টাডি সার্কেলে”
ডাক পেলাম, তৈমুর রেজা
অথবা
ঢা.বি.র “আলোক বর্তিকা”র
মোহাম্মদ আলীর মাধ্যমে!
ঢাহা শহরে পড়তে গিয়েই প্রথম মিট করি
আমার এই
“বালির পাহাড়ের কবি”
জাফর আহমেদ রাশেদের
ভাইয়ার সাথে!
তখন তিনি প্রথম আলোর সাহিত্য পাতা
এডিট করেন!
তৈমুর রেজা (জা:বি:) থেকে কন্ট্রিবিউট করেন।
মিট আপ হলো।
রাশেদ ভাই বেশি সময় দিলেন না।
কিন্তু
আলাপ করতে চাচ্ছিলাম
তার প্রথম কাব্য পুস্তিকা
” কাচের চুড়ি বালির পাহাড় “
নিয়ে!
ডিটেইলস এ!
(টু বি কন্টিনিউড…)
Written By
#রাজু_আহমেদ_বনি
চীফ এডিটর

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.