২৬৩
মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের কমান্ডার হয়েও মেজর জলিল কেন সকল রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে?তার ভারত বিরোধিতা নাকি “হাফেজ্জি হুজুরের ” কাছে বায়াত হওয়ার কারণে?স্বাধীন বাংলাদেশের প্রথম এই রাজবন্দী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন,লুটপাটকারী কারা ছিলো।ইতিহাসের কথা,১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ভারতীয় সেনাবাহিনীবাংলাদেশের বিভিন্ন এলাকায় লুটপাট করেছিল।২০২৪ এ শিল্প কারখানায় আগুন, লুটপাট, ভাঙচুরআমাদের সেই ইতিহাস মনে করায় দেয়।আজকে যারা মাজার ভাঙলো,কালকে তারা মন্দির ভাঙবে— আর নাম পড়বে মুসলমানের।এই খেলা দিল্লি বহুকাল ধরে খেলতেছে।আর আর খেলতে দিয়েন না,ইসলাম কেবল শরিয়তের না,মারেফাতেরও।কেবলই সুন্নির না, সুফিরও।
আলী পাগলার মাজার যত সহজে ভাঙা গেছে,অত সহজেই ওরা আপনারে ভেঙে ফেলবে। ফেলতেছিলও তো, ভুলে গেছেন?শরিয়তপন্থী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে লীগ যে বয়ান তৈরি করে রেখে গেছেতার কতখানি সত্য প্রমাণ মিলবে।মাজার পুনর্নির্মাণে তাদের মনোভাব কি?আল্লাহর কাছে বান্দারে পরীক্ষা যে কতভাবে দিতে হয়,না জানি আমীরের পরীক্ষা আরো কত বেশি!মুক্তিযুদ্ধের সময় অল্প কিছু মুসলমান পাকিস্তানের পক্ষে ছিলো।তাদের বলা হয় রাজাকার,কিন্তু রাজাকারের তালিকা এখনো প্রকাশ হয় না কেন?সেইগুলোই তো বরং ফাইলপত্র করা ছিল।কারণ বেশিরভাগ রাজাকারই জামায়াতে ইসলামীর কেউ ছিলেন না!ভুলের দায় ব্যক্তির,ওই সময়ে জামায়াতের যে প্রধান ছিলেন তার সিদ্ধান্ত ভুল ছিল।২০২৪ এ যেমন আওয়ামী লীগ সিদ্ধান্ত ভুল নিলো,এর জন্য কি আওয়ামী লীগ,বিচারের নামে জামায়াতে ইসলামের সঙ্গে যা যা করছে;তার পুনরাবৃত্তি ঘটবে?তাইলে আর বাংলাদেশ নতুন হওয়া হবে না।দেখি ভাঙা মাজার গড়ার কাজে জামায়াতে ইসলামী হাত দেয় কিনা?আর আশা কেবল তাদের কাছেই করি কেন,এই বাংলা তো হাফেজ্জি হুজুরেরও।শাহ জালালের,শাহ পরানের,লালন ফকিরের,হাছন রাজার,রাধারমণের,বাউলের,ওফকিরের।
শোনো মোল্লা, আল্লা কারও একার না!Written byMonojit MitraPoet & PetBangladesh