২২৮
গুরু বললেন,
একটা জিনিস খেয়াল করেছো নাকি?
আমি বললাম, কী?
গুরু বললেন,
বাংলাদেশে বেশিরভাগ ভাগ ব্যাংক ফোকলা হয়ে গেছে।
দশটির মতো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে।
এসব ব্যাংককে নানাভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।
এমনকি মার্জিংও করা হয়েছে।
কিন্তু একটি ব্যাপার লক্ষ্য করেছো?
আমি বললাম,
কোন ব্যাপার গুরু?
গুরু বললেন,
“ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক নামে পরিচিত
নামী ব্যাংকগুলোকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
একটা সময়ের পর এগুলোর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না।”
আমি বললাম,
এটা কেন করা হলো।
গুরু বললেন, বুঝে নাও।