২১৩
Raju Ahmed Khan
মুনিয়ার হত্যাকারী হিসেবে অভিযুক্ত সায়েম সোবহান
হজ্ব পালন করতে গেছেন ।
(last 6 January-2022)
এবং হজ্ব পালন করার ছবি ফেইবুকে আপ করেছেন।
মুনিয়ার মেডিকেল টেস্টে (Forensic Report) এসেছিলো সে অন্তসত্তা,
মৃত্যুর সময় তার পরিধানের পায়জামাতে পুরুষের “সীমন” পাওয়া গিয়েছিলো!
যেখান থেকে ধারনা করা যায় মৃত্যুর আগে
তাকে সম্ভবত ধর্ষণ করা হয়েছিলো।
অসংখ্য পত্রপত্রিকায় এই নিউজ গুলা এসছিলো।
এই ধরনের “ক্রিমিনাল অফেন্সের”
অভিযোগ আসার পর ক্ষমতাবনরা হজ্জ পালন করতে যায় কেন!?
তার পাপ মোচনের জন্য !?
না তারা যায় জনগনরে চোখে
সে যে আসলে ভালো এইটা দেখানোর জন্য!
আমাদের দেশে এই ধরনের”ক্রিমিনাল এলিগেশন”
আসলে লোকে খলনায়ক হিসেবে চিহ্নিত হয় ।
তারপর দান খয়রাত করে বা ধম্মকম্ম করে
সেইটা নায়ক হিসেবে হাজির করানো হয় ।