১৭১
Raju Ahmed Boni
“রাজাকার”
ছাড়াও আরেকটা শব্দ রাতের মিছিলে ওরা বলেছে।
সেটা নিয়ে মোসাহেবরা চুপ,
শব্দকে অদৃশ্য করে করে দেয়া আর কি।
“স্বৈরাচার!”
“স্বৈরাচার”।
কারণ,
রাজাকার শব্দের ব্যবহার নিয়ে বহু ব্যাখ্যার সুযোগ আছে,
সবাই সেই সুযোগটা নিচ্ছেও।
কেউ বলছে,
রাজাকার,
দেশ ছাড়!
কেউ বলছে,
যারা বৈষম্য সৃষ্টি করতে চায়,
তারাই আজকের রাজাকার।
কিন্তু ওই অদৃশ্য এই অমোঘ শব্দটা নিয়ে কোন পক্ষের কোন মতভিন্নতা নাই।
ওর মানে নিয়ে কোন বিতর্ক নাই।
শব্দটা তাই বুকে বাঁধে।
শব্দটা তাই তারা নাই করে দিতে চায়।
“তুমি কে?
আমি কে?
রাজাকার!
রাজাকার!”
“কে বলেছে?
কে বলেছে?
স্বৈরাচার!
স্বৈরাচার।”
আজকের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ শ্লোগান মনে হয় এইটাই।