ইউরোপের দেশ ইতালির পেটের মধ্যে ‘সান মারিনো’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
আয়তন কত জানেন? মাত্র ৬১ বর্গকিলোমিটার!
‘ভ্যাটিকেন সিটি’ তো পরিচিত দেশ! আয়তন?
মাত্র আধা বর্গকিলোমিটার। এটাও ইতালির পেটের মধ্যে।
‘মোনাকো’— পৃথিবীর সবথেকে ধনী রাষ্ট্র।
মাত্র ২ বর্গকিলোমিটারের একটি দেশ।
তিনপাশে ফ্রান্স, একপাশে ভূমধ্যসাগর।
জার্মানি, ফ্রান্স আর বেলজিয়ামের পেটের মধ্যে রয়েছে ‘লুক্সেমবার্গ’—
পশ্চিম ইউরোপের গুরুত্বপূর্ণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
বাংলাদেশের খাগড়াছড়ি জেলা থেকেও
ছোট এই দেশটির আয়তন মাত্র ২,৫৮৬ বর্গ কিলোমিটার।
এই দেশগুলো কিন্তু কেউ গিলে খায় না।
গিলে খাওয়ার স্বভাব ওদের নেই।
কিন্তু মাত্র ৮০ বছরের পেছনের ইতিহাস দেখুন— ‘হায়দ্রাবাদ’।
২,১৫,৩৩৯ বর্গকিলোমিটারের স্বাধীন রাজ্য।
গোটা বাংলাদেশের চেয়েও বড় সার্বভৌম ভূখণ্ড ছিলো।
সেটাকে গিলে খেয়েছে ভারত।
‘সিকিম’— খুব পরিচিত পছন্দের পর্যটন নগরী তাইনা?
প্রায় ৭,১০০ বর্গ কিলোমিটারের স্বাধীন রাজ্য ছিলো।
এটাও গিলে খেয়েছে হিন্দুত্যবাদের ভারত।
এই ভারতের কাছে বর্ডারের কোনো গুরুত্ব নেই।
বর্ডার নেই বলে ইউরোপের উদাহরণ টানার মতো বোকামি আমাদের সাজে না।
আমরা এতটা মূর্খ নই যে,
সিকিম আর হাদ্রাবাদের ইতিহাস ভুলে যাবো।
#ভারত #সিকিম #হায়দ্রাবাদ #বাংলাদেশ #স্বাধীনতা।