১৮১
দেখার বিষয় জনগণ তাদের ব্যাপারে কতটুকু প্রমিসিং!বা দল জনগণেরর ব্যাপারে কতটুকু প্রমিসিং!
ফেসবুকে ঘোরাফেরা করে মনে হচ্ছে,
বেশ বড় সংখ্যক মানুষ জামায়াতে ইসলামীকে ভয়ের চোখে দেখছে।
আমার বা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে
কিন্তু জামায়াতে ইসলামীর নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে,
“দলটি যে একটি কনভেনশনাল রাজনৈতিক দল,
কোনো জঙ্গি সংগঠন নয়”!
এটা সম্পর্কে অন্ততপক্ষে সকল দলের রাজনৈতিক নেতারা সচেতন আছেন।
নেতারা কথাবার্তায় যে স্বাভাবিক পরিমিতিবোধ প্রদর্শন করছেন,
আশা করি জামায়াতে ইসলামীর বাস্তবিক কর্মকাণ্ডেও
সেই পরিমিতির পরিচয় পাওয়া যাবে।
দলটি দেশের সংবিধান,
বিদ্যমান আইনকানুন ও গণতান্ত্রিক রীতিনীতির
প্রতি শ্রদ্ধাশীল থেকে দলীয় রাজনৈতিক
কর্মকাণ্ড পরিচালনা করছে।
দেখার বিষয় জনগণ তাদের ব্যাপারে কতটুকু প্রমিসিং!
বা দল জনগণেরর ব্যাপারে কতটুকু প্রমিসিং!
টু বি কন্টিনিউড…
#আখেরী_মকতুবাত -2024