৩৪৯
সালমান তারেক শাকিল
আজ ঢেলে দিলাম আমায়
যা ইচ্ছে তুমি বলতে পারো
আজ বিনাশ করো প্রাণে
যা কিছু অযত্নে, অবহেলায়।
আজ ভীষণবিনাশি আমি
সবচেয়ে বেশি লাজুক
আজ মনের অলিন্দে তোমার
মেদস্বী সুর বাজুক।
তবুও শান্ত হোক সুর
পথ খুঁজে পাক স্বর।
তুমি চিরদিনই আমার
ইশ্বর-অবিনশ্বর।
তুমি আর আমি।। সালমান তারেক শাকিল
(২০১২ সালের জুলাইয়ে লেখা কবিতা।)