২৩৬
দেশ ও জনগনকে স্বৈরাচারের কবল থেকে রক্ষা করতে যেসকল সামরিক সদস্য এগিয়ে এসেছিলেন, দেশে ইন্টারনেট ব্ল্যাক আউটের মধ্যেও যারা অত্যন্ত স্পর্শকাতর ব্যবস্থা ব্যবহার করে আন্দোলনকারীদের সাথ একাত্মতা ঘোষণা করে তাঁদের বার্তা পাঠিয়েছিলেন, যারা বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ও গৌরব রক্ষায় নিজ চাকরী ও পরিবারের নিরাপত্তা পরোয়া না করে ছাত্র-জনতার আন্দোলন সফল করতে এগিয়ে এসেছিলেন — সে সকল বীরদের উপাখ্যান একদিন আপনাদের জানাবোই।