১১০
দেশের চলমান টালমাটাল পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের আগুন দামেসর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে।
একজন কলেজ শিক্ষক জানালেন,
চাকরীজীবনে তিনি কখনো স্থানীয় দোকান হতে বাকীতে সামগ্রী ক্রয় করেননি,
কিন্তু গত দুইমাস ধরে বাধ্য হয়ে বাকীতে সামগ্রী কিনতে হচ্ছে।
উচ্চ মধ্যবিত্ত- মধ্যবিত্ত – নিম্ন মধ্যবিত্ত – নিম্নবিত্ত প্রত্যেকেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছেন।
দ্রব্য মূল্যের লাগাম টানতে আদৌ কি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
পুরো দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে,
তাদের সহায়তায় কি কোনভাবে এর সমাধান করা যায়?
দেশে আনসার বাহিনীও রয়েছে,
তাঁদেরও সংযুক্ত করা যেতে পারে।
কথায় আছে পেটে খেলে পিঠে সয়।
সমাজের সর্বস্তরের নাগরিকই যেন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিজ সামর্থের মধ্যে ক্রয় করতে পারে,
তা জরুরী ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন।