৩০২
Raju Ahmed Boni
মুক্তিযুদ্ধের আহ্বান আজকে নতুনভাবে সামনে এসেছে।
স্বৈরাচার মুক্ত স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশের ডাক এসেছে।
শিক্ষা শেষে কর্মসংস্থানে সমান সুযোগের দাবিতে
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর
সারাদেশে সরকারি মদদে ছাত্রলীগ-যুবলীগের
হামলার মধ্যেই আরেকটি মারাত্মক হামলা
চালিয়েছে জাতির অতি পরিচিত ‘বিশিষ্টজন’ ও ‘বুদ্ধিজীবীগণ’।
এটা অবশ্য তাঁরা পেশাদারিত্বের সাথে গত একযুগ ধরে করে আসছেন।
কিন্তু আজকের ছাত্রসমাজ আপনাদের
এই বিভাজনের খেলা ভেঙে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আজই
“কোঠা নার্সিং” করে ছাত্রদের পড়ার টেবিলে পাঠান!
নইলে আরও লাশ পড়তে পারে! -জোনায়েদ সাকি