২২৫
“পরিবর্তনের মেহেরপুর”
কি
বা
কতটুকু পরিবর্তন
আনতে পেরেছে
তা
একটা ইতিহাস হবে!
কিন্তু
এই টালমাটাল
তরুণ সমাজকে
একই প্লাটফর্মে
এনে
“ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো”
যে নেশা
বা
“ড্রাগ”
বিষয়ক প্রেমের ফাঁদ থেকে
বাঁচাতে পারছে
এটাই সবচেয়ে বড়ো সাফল্য!
আর
একটা বিষয় বিশেষ ভাবে
উল্লেখ্য যে
“ভাই,
টাকা লাগে হাজার খানেক নেন।
কিন্তু রক্ত দিতে পারবো না!”
এই সংস্কৃতি থেকে বের করতে পেরেছেন
আমাদের সবার প্রিয়
সাঈদ ভাই
(#Sayedur_Rahman)
যিনি
“বাতিঘর”
হিসেবে মশাল জ্বালাচ্ছেন
এই ভার্চুয়াল জামানার
তরুণ প্রজন্মের অন্তরে অন্তরে!
“জয়তু তারুণ্যের আইকন
সাঈদ ভাই এন্ড হিজ গ্যাং!”
“জয়তু পরিবর্তনের মেহেরপুর! “