ব্যাংকে নগদ টাকার সংকট: একদিনেই ২৫ হাজার কোটি টাকা ধার!
ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে। অথচ সেই পরিমাণ টাকা নেই। এর ফলে বাধ্য হয়ে ব্যাংকগুলো নগদ টাকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকও গত বুধবার (২৪ জুলাই) ব্যাংক খোলার প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ২৫ হাজার কোটি টাকা ধার দিয়েছে। বৃহস্পতিবার ( গত ২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক টাকা ধার দেওয়ার এই তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো ধার নিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা, বাকি টাকা নিয়েছে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানান, ধার নেওয়া এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা হিসাবে ঘাটতি ও নগদ জমায় (সিআরআর) ঘাটতি হিসেবে ব্যবহার করে অনেক ব্যাংক। আবার অনেক ব্যাংক নগদ টাকা নিয়ে গ্রাহকের চাহিদা মেটায়। সাম্প্রতিক সময়ে নগদ টাকার চাহিদা বেশ বেড়ে গেছে। ব্যাংক শাখার পাশাপাশি এটিএমগুলোতেও নগদ টাকার চাহিদা বেড়েছে