১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোটের রাজনীতি বুঝি না।-জাকির তালুকদার

কর্তৃক Raju Ahmed Boni
মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সেই  “নৌকা” আর  “ধানের শীষে”র মধ্যেই!
ভোটের রাজনীতি বুঝি না।
তাই ভোট সম্পর্কে কোনো পূর্বাভাস দেবার ক্ষমতা আমার নেই।
আসলে ভোটের সময় ভোটারদের মনস্তত্ত্ব পরিবর্তিত হতে থাকে ক্ষণে ক্ষণে।
তবু ধারণার ইচ্ছা হয় আগামী সংসদ নির্বাচন নিয়ে।
কোনো কিংস পার্টি তৈরি হবে,
এমন সম্ভাবনা নেই বললেই চলে।
তিনমাস বা ছয়মাস বা একবছর পরে
যখনই সংসদ নির্বাচন হবে,
মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সেই ‘নৌকা’ আর ‘ধানের শীষে’র মধ্যেই।
বাকি সব দল “ফ্যার”  হিসাবেই থাকবে।
বিজয়ী ‘ধানের শীষে’র জাকাত-সদকা হিসাবে
ফ্যারগুলো পাবে একটা-দুইটা এমপি পদ।
যেমন শেখ হাসিনার কাছ থেকে পেয়েছিল ১৪ দলের ১৩ দল।
>>জাকির তালুকদার
লেখক ও বুদ্ধিজীবি

আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড" (গাংনী শাখা, মেহেরপুর।) Hotline --01532232681

সম্পর্কিত পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.