৭৪
“রাষ্ট্র গঠনের এক দফা !তারেক রহমানের ক্ষমতা!”
—————————–
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় মেহেরপুরবাসি,
আপোসহীন নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা মেহেরপুর জেলার
সর্বস্তরের জনগণের পক্ষ থেকে স্বাগত জানায়!
জেনারেশন চেন্জ হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার
জননেতা তারেক রহমানকে লিড দেবার সময় এসেছে এখন।
মা- মাটি ও মানুষের জন্য কাজ করার
যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছেন
সেই সুখি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই!
তাই আসুন, গোটা বাংলাদেশের জনগণ এক হয়ে ধর্ম- বর্ণ নির্বিশেষে
উন্নত সোনার বাংলা বির্নিমানে জনাব তারেক রহমানের সবল নেতৃত্ব কে শক্তিশালি করি।
বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জিন্দাবাদ।
নোট:
একটি ব্যাক্তিগত প্রেস রিলিজে মেহেরপুর জেলা
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান
জনাব জুলফিকার আলি ভুট্টাে
(Zulfikar Ali Bhutto)
উল্লেখিত স্টেটমেন্ট
ভার্চুয়াল জার্নাল বিডি. কম
কে প্রদান করেন।
চীফ এডিটর
ভার্চুয়াল জার্নাল বিডি